জন্মদিনেই ধামাকা শাহরুখের

Spread the love

৬০ বছর বয়সেই বিশাল বড় ধামাকা দিলেন শাহরুখ খান। রবিবার জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে নিয়ে এলেন আগামী ছবির টিজার। এদিন পরিচালক সিদ্ধার্থ আনন্দ বহু প্রতীক্ষিত এই ছবিটির টিজার প্রকাশ্যে এনেছেন।

টিজার প্রসঙ্গে

টিজার শুরু হতেই শাহরুখ খানের গলায় শুনতে পাওয়া গেল, কতজনকে মেরেছি মনে নেই। তারা ভালো ছিল বা খারাপ সেটাও জিজ্ঞাসা করিনি কোনওদিন। আমি শুধু তাদের চোখে দেখেছি এটাই তাদের শেষ নিঃশ্বাস, যার কারণ শুধুমাত্র আমি। এক হাজার অপরাধ, ১০০ দেশে আমার বদনাম, ভয় পাইনি ভয় পাইয়েছি।

টিজারে আবার এক নতুন শাহরুখ খানকে দেখলেন দর্শক। একের পর এক মানুষকে অবলীলায় মেরে চলেছেন তিনি। নেপথ্যে লেখা রয়েছে, সেখানে শুধুমাত্র একজনই থাকবে, একজনই রাজা থাকবে, যাকে সকলে বলে কিং।

অনেকে যেমন একদিকে শাহরুখের এই নতুন লুক দেখে ‘জওয়ান’ ছবির কথা স্মরণ করেছেন তেমন অন্যদিকে অনেকেই বুঝতে পারছেন না এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করবেন নাকি ইতিবাচক চরিত্রে। তবে যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, এই সিনেমাটি যে একটা আদ্যপ্রান্ত অসাধারণ ছবি হতে চলেছে তা টিজারের কয়েক সেকেন্ডেই প্রমাণ হয়ে গিয়েছে।

টিজার দেখে একজন মন্তব্য করে লিখেছেন, অসাধারণ লাগছে। আবার কাম ব্যাক করলেন শাহরুখ। অন্য একজন লিখেছেন, বক্স অফিস কাঁপাতে আসছেন শাহরুখ। তৃতীয় একজন লিখেছেন, ২০২৬ সালের সব থেকে বড় ছবি হতে চলেছে।

কিং সম্পর্কে

শাহরুখ খান ছাড়াও, কিং-এ অভিনয় করেছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি এবং অনিল কাপুর। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত, কিং ২০২৬ সালে মুক্তি পাবে।শাহরুখের শেষ ছবি ‘জওয়ান’, ব্লকবাস্টার ছিল যার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরষ্কারও পেয়েছিলেন, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি পালক যোগ করেছিল। ভক্তরা আশা করছেন যে কিং তীব্র নাটক, অ্যাকশন এবং পর্দায় শাহরুখের চৌম্বকীয় উপস্থিতির সমন্বয়ে সীমানা আরও এগিয়ে নেবেন।

প্রসঙ্গত, জন্মদিনের দিনেই আগামী ছবির টিজার প্রকাশ্যে এনেছেন শাহরুখ খান। এই ছবিতে অভিনেতার অনবদ্য লোক দেখে মুগ্ধ দর্শকরা। এই বিশেষ দিনে বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরে ভক্তদের দর্শন দেবেন শাহরুখ। আপাতত অভিনেতার আগমনের আনন্দে সেজে উঠেছে গোটা মন্দির। আয়োজনের দায়িত্বে রয়েছেন মুম্বইয়ের শাহরুখের ফ্যান ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *