দুর্গোৎসবে মেতে বঙ্গবাসী। আলোর বন্যা, হাসি হাসি মুখ শহরের প্যান্ডেল থেকে অলিতে গলিতে। উদযাপনের মেজাজ চারিদিকে। ব্যতিক্রমী নন টলিপাড়ার তারকারাও। ছেলেকে নিয়ে প্রথম পুজো পরম-পিয়ার। মনোমালিন্যের গুঞ্জনের মাঝেও হাসি মুখে যশ-নুসরত। প্রেমিকের সঙ্গে প্যান্ডেল হপিংয়ে ঋতাভরী। সব মিলিয়ে কেমন কাটছে টলিপাড়ার পুজো? দেখে নিন।এবার পরম-পুত্র নিষাদের প্রথম পুজো। তাই মহাষ্টমীর সকালেই স্ত্রী পিয়া চক্রবর্তী ও ছেলেকে নিয়ে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন তাঁর মামার বাড়ির পাড়ায়। কারণ সেখানে নায়কের নিজের শৈশবের পুজোর দিনগুলোও কেটেছে।
যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের বিষয়ে বর্তমানে নানা চর্চা শোনা যাচ্ছে। মাঝে শোনা যাচ্ছিল তাঁদের মধ্যে নাকি মনমালিন্য হয়েছিল। কিন্তু তারপরও পুজোয় হাসি মুখে এক ফ্রেমে ধরা দিলেন তারকা দম্পতি।
অন্যদিকে, সপ্তমীতে টলিপাড়ার আড্ডার আসর বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, নীলের সাজে সেজেছিলেন আবীর চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী নন্দিনী। তাছাড়াও দেখা মেলে অরিন্দম শীলের।তাছাড়াও মন্ডপে ছেলে ধীরকে নিয়ে হাজির হয়েছিলেন সব্যসাচী পুত্র গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।

তাছাড়াও অষ্টমীর সকালে স্ত্রী তথা প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা মেলে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের।অষ্টমীর সকালে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে সঙ্গে দেখা মেলে ঋতাভরী চক্রবর্তীর। মাথায় ফুল দিয়ে শাড়ি পরে সেজেছিলেন নায়িকা। অন্যদিকে, সুমিতের পরনে ছিল পাঞ্জাবি।অন্যদিকে সাদা-লাল শাড়িতে ও পাঞ্জাবিতে ধরা দেন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। তাঁরা সুরে সুরেই ধরা দেনঅন্যদিকে,বিয়ের পর প্রথম পুজো শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের। অষ্টমীর সকালে শাড়ি পাঞ্জাবিতে ধরা দেন তাঁরা।