নূতন দলের পুজো মণ্ডপে আচমকাই লুটিয়ে পড়লেন মহিলা!মৃত্যু

Spread the love

দুর্গাপুজো ঘিরে গোটা শহর জুড়ে সাজোসাজো রব। এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেহালা নূতন দলের দুর্গা প্রতিমা দেখতে এসে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা।

এই বছর ৬০তম বর্ষে পা দিয়েছে বেহালার এই পুজো। নূতন দলের এইবারে থিম শিবানী ধাম, যা দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই। কে জানতো, সেই ভিড়ে সামিল হওয়ার হিড়িকই কেড়ে নেবে একটা জলজ্ব্যান্ত প্রাণ। জানা গিয়েছে, গতকাল (সোমবার) মধ্যরাতে প্রতিমা দর্শনের পর বেরিয়েই অসুস্থবোধ করেন সঙ্গীতা রানা। এক্সিট গেটের সামনেই হরিদেবপুরের ওই বাসিন্দা লুটিয়ে পড়েন।

এবিপি আনন্দের এক প্রতিবেদন অনুসারে পুলিশের দাবি, এই ঘটনার সাথে সাথেই সঙ্গীতা রানাকে সিপিআর দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অবস্থা বেগতিক দেখলে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতলে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের বয়ান অনুসারে হাঁপানির ক্রনিক রোগী ছিলেন সঙ্গীতা। গ্রিন করিডোর করেই মৃত দর্শনার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সিপিআর-সহ সমস্ত প্রয়োজনীয় প্রাথমিক ব্যবস্থা পুলিশ গ্রহণ করেছিল। ইতিমধ্যেই ওই মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে মৃতার পরিবারের অভিযোগ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। গাফিলতির অভিযোগ তুলে পরিবার জানায়, ‘বারবার অক্সিজেন সাপোর্ট চাইলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। মণ্ডপের ভিতরে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরেই অসুস্থ। যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল, তাতে অক্সিজেনের ব্যবস্থা ছিল না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *