Afghanistan-Pakistan Border Clash। আফগান তালিবানের হাতে মার খেল পাক সেনা

Spread the love

পাকিস্তানের সীমান্তে অবস্থিত একাধিক আউটপোস্ট গুঁড়িয়ে দিল আফগানিস্তানের সেনারা। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে এমনই দাবি করা হয়েছে তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে। উল্লেখ্য, দু’দিন আগে কাবুলে পাক এয়ারস্ট্রাইকের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। এই আবহে গতকাল রাতে দুই দেশের সীমান্ত হিসেবে পরিচিত ডুরান্ড লাইন বরাবর গোলাগুলি বিনিময় হয়। এই আবহে পাকিস্তানের অন্তত ৬ জন সেনা সদস্য নিহত এবং ২ জনকে জীবিত আটক করার দাবি করেছে তালিবান কর্তপক্ষ।

জানা গিয়েছে ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমন্দ প্রদেশে পাক এবং তালিবান সেনার মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। সেই সংঘর্ষে পাকিস্তানের দু’টি আউটপোস্ট গুঁড়িয়ে দেওয়ার দাবি করে তালিবান। আফগানিস্তানের তরফ থেকে ২০১তম খালিদ বিন ওয়লিড আর্মি কোর এই হামলা চালিয়েছিল। পরে তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম বার্তাসংস্থা এএফপি-কে বলেন, তাদের সামরিক অভিযান সফল হয়েছে। এরপর পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ যদি আফগানিস্তানের সার্বভৌমত্ম লঙ্ঘন করে তাহলে আমাদ রসেনা নিজেদের জমি রক্ষা করতে উপযুক্ত জবাব দেবে।’ এদিকে এই সংঘর্ষ বা হামলার বিষয়ে ইসলামাবাদ কোনও বাক্য ব্যয় করেনি।

উল্লেখ্যে, তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এখন ভারতে আছেন। প্রসঙ্গত, তালিবানরা কাবুলে ক্ষমতায় আসার পরে প্রথম উচ্চ পর্যায়ের সফরে দিল্লি এসেছেন মুত্তাকি। আর সেদিনই কাবুলে বিস্ফোরণ হয়। জানা যায়, গত ৯ অক্টোবর মধ্যরাতের দিকে কাবুলের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে বিমানের আওয়াজ শোনা যায় এবং তার পরপরই বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এরপর গুলির আওয়াজও শোনা যায়। আমু টিভি এবং অন্যান্য আফগান মিডিয়া সূত্রের মতে, টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদ লুকিয়ে থাকা সন্দেহে একটি নির্দিষ্ট কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে পরে মেহসুদের একটি অডিয়ো বার্তা প্রকাশ করা হয় টিটিপির তরফ থেকে। দাবি করা হয়, তিনি বেঁচে আছেন।

এরই মাঝে পাকিস্তানি বাহিনীর তরফ থেকে দাবি করা হয়, সম্প্রতি ৩০ জঙ্গিকে হত্যা করেছে তারা। এদিকে এই সপ্তাহের শুরুতেই পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহীরা একটি নিরাপত্তা বহরে আক্রমণ করে ১১ জন সৈন্যকে মেরেছিল। এই সবের মাঝে গতকাল ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানকে সন্ত্রাসবাদের অপারেশনের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে নয়াদিল্লি। ভারতের সঙ্গে তালিবান সরকারের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের আবহে তেলেবেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা পরিস্থিতির বিষয় তুলে ধরেন এবং ভারতের দিকে আঙুল তোলেন। আর এর কয়েক ঘণ্টা পরই সীমান্তে তালিবান এবং পাক সেনার সংঘর্ষ বাঁধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *