গাজায় শান্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছেন না নেতানিয়াহু

Spread the love

শারম আল-শেখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগদানের বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট। তবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী।ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ইহুদিদের ছুটির দিন ‘সুক্কটের’ কাছাকাছি হওয়ায়, শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারবেন না নেতানিয়াহু। খবর বিবিসি’র।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী (নেতানিয়াহু) শান্তির পরিধি – শক্তির মাধ্যমে শান্তি – সম্প্রসারণের প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।’

বিবিসি বলছে, গাজায় যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদি শান্তি চুক্তিতে এখনও একমত হওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ প্রায় ২০ জন বিশ্বনেতা শারম আল-শেখ শীর্ষ সম্মেলনে এই বিষয়ে আলোচনা করবেন।

এদিকে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি এরইমধ্যে ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে বলে জানা গেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। 

মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

বিবিসি বলছে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটির তথ্যানুসারে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা থেকে প্রায় ১,৭০০ বন্দি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হচ্ছে। 

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হাত থেকে মুক্তির পর আরও ১৩ জন জীবিত ইসরাইলি জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছে। এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারাও ইসরাইলে পৌঁছেছেন। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুসারে, সোমবার (১৩ অক্টোরব) দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা রয়েছে হামাসের – যাদের মধ্যে ২০ জন জীবিত এবং ২৮ জন মৃত বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *