শিশুদের জন্য তৈরি তিনটি কাশির সিরাপে দূষিত উপাদান শনাক্ত হওয়ার পর সেগুলোর ব্যবহার নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে সেই সব কাশির সিরাপ ব্যবহারের বিষয়ে কোনো তথ্য পেলে সংস্থাটিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দূষিত উপাদান শনাক্ত হওয়া তিনটি কাশির সিরাপ হলো স্রেসান ফার্মাসিটিউক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিটিউক্যালের রেসপিফ্রেশ টিআর এবং শেপ ফার্মা রিলাইফ। এগুলোর কয়েকটি নির্দিষ্ট ব্যাচের সিরাপে অতিরিক্ত দূষিত উপাদান শনাক্ত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, দূষিত পণ্যগুলো উল্লেখযোগ্য গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে এবং জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।
ভারতের স্বাস্থ্য তদারকি কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে, সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় কাশির সিরাপ পানে যে শিশুরা মারা গেছে, তাদের সবার বয়স ৫ বছরের নিচে।

ওই কাশির সিরাপে সহনীয় মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি বিষাক্ত ডাইথিলিন গ্লাইকো পাওয়া গেছে। সিডিএসসিও জানিয়ছে, দূষিত উপাদান থাকা কোনো কফের সিরাপ ভারত থেকে রফতানি করা হয়নি। এছাড়া অবৈধভোবে রফতানিরও কোনো প্রমাণ তাদের কাছে নেই।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের মধ্যপ্রদেশের একটি জেলায় একের পর এক শিশু মারা যেতে থাকে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, অন্তত ১৯ শিশুর মৃত্যু হয়েছিল এবং সেটা হয়েছিল একটি চেনা কফ সিরাপ খাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে। তখন বলা হয়েছিল, মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে ছয় বছরের মধ্যে।