নাবালিকা গণধর্ষণের অভিযোগ এবার কলকাতায়। নির্যাতিতা নাবালিকা সপ্তম শ্রেণির পড়ুয় বলে জানা গিয়েছে। ঘটনায় ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। শনিবার এই ঘটনাটি দমদম এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। মতিলাল কলোনির হরিজন বস্তিতে এই ঘটনা ঘটে। নাবালিকার পরিবারের অভিযোগ, এক পূর্বপরিচিত বন্ধু ছাত্রীকে জোর করে নিয়ে যায় এক বসতিতে। সেখানেই আটকে রেখে গণধর্ষণ করা হয়। তিনজন মিলে এই কাজ করেছে বলে অভিযোগ। পরে থানায় অভিযোগ করা হলে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তদের।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নির্যাতিতা নাবালিকা নিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় পথে অভিযুক্ত যুবকের সঙ্গে কথা হয়। পূর্বপরিচিত বন্ধু হওয়ায় দু’জনে একটি পার্কে বসে গল্প করছিলেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, এরপর জোর করে নাবালিকাকে একটি টোটোতে উঠিয়ে নিজের কলোনিতে নিয়ে যায় সেই যুবক। তারপর এক ঘরে আটকে রেখে নিজের আরও দুই বন্ধুকে ডাকে সেই যুবক। তারপরই তিনজনে মিলে গণধর্ষণ করে সেই নাবালিকাকে। পরে রাতের দিকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে সেই নাবালিকা।
নির্যাতিতার পরিবার জানায়, মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে এবং সব কথা বলে। এরপরই পরিবার থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ সঙ্গে সঙ্গে সেই কলোনিতে গিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে গণধর্ষণ ও অবৈধভাবে আটকে রাখা সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, অভিযোগ পেয়েই ৩ জনকে অবিলম্বে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তিনজনের শাস্তি সুনিশ্চিত করা হবে।
