এক গৃহবধূর অপরাধী হওয়ার কাহিনি বলবে ‘শ্রী দুর্গা’

Spread the love

বহুদিন বাদে আবার বড় পর্দায় আসতে চলেছেন অপরাজিতা আঢ্য। যদিও সিরিজে তাঁর অসাধারণ অভিনয়ের সাক্ষী থেকেছে দর্শক মহল, তবে এবারে একেবারেই অন্যরকম একটি সাজে আসতে চলেছেন তিনি।

আগামী জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাবে ‘শ্রী দুর্গা’। দুর্গাপুজোর আগেই এই ছবিটির ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার মুক্তি পেলে ছবির অফিশিয়াল টিজার। কয়েক সেকেন্ডের এই টিজার দেখে মুগ্ধ নেট পাড়ার বাসিন্দারা।

টিজারে দেখতে পাওয়া যাচ্ছে, একজন সাধারণ গৃহবধুর বাড়িতে হঠাৎ করেই ঢুকে পড়ে কয়েকজন আততায়ী। বাড়ির সদস্যদের বাঁচানোর জন্য একের পর এখন করতে থাকে সে। তবে অতিথি আপ্যায়নে বিন্দুমাত্র দ্বিধা রাখে না ওই গৃহবধূ।

কিন্তু কেন অপারজিতার বাড়িতেই এল ওই দুষ্কৃতিরা? শুধুই নিজেদের বাঁচানোর জন্য নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ? কোন অপরাধে অপরাধী তারা? আগন্তুকদের আগমনে সবটা কীভাবে সামলালেন অপরাজিতা?আদ্যপ্রান্ত একজন ভীতু মহিলা নিজের পরিবারকে বাঁচানোর জন্য ঠিক কতটা ভয়ানক হতে পারে সেটাই দেখানো হবে এই সিনেমার মধ্যে। টিজারের শেষে ত্রিশূল হাতে অপরাজিতাকে দেখতে যেন মনে হবে স্বয়ং মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন সামনে।

সন্দীপ সাথী পরিচালিত ছবির টিজার মুক্তি পেতেই অপরাজিতার অভিনয় দেখে আপ্লুত দর্শকরা। ছবির গল্প যে একেবারে অন্যরকম হতে চলেছে, সেটা ইতিমধ্যেই আন্দাজ করতে পারছেন সকলে। মিরাক্কেল খ্যাতির ভিকির উপস্থিতি আরও কিছুটা স্পেশাল করে তুলেছে এই টিজারকে।

গতবছর শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘এটা আমাদের গল্প’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত এই ছবিতে শাশ্বত এবং অপরাজিতা ছাড়া অভিনয় করেছিলেন সোহাগ সেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *