আচমকাই হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র

Spread the love

যেভাবে এক মাসের মধ্যে একের পর এক প্রবীণ অভিনেতারা ইহলোক ছেড়ে পরলোক গমন করছেন তাতে খুব স্বাভাবিকভাবেই এখন চিন্তিত গোটা ইন্ডাস্ট্রির মানুষ সহ আপামর ভারতবাসী। কিছুদিন আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসনারি, তারপরেই পঙ্কজ ধীর এবং সবশেষে সতীশ শাহ।বলিউড ইন্ডাস্ট্রির পরপর এই তারকাদের প্রয়াণে এখন কিছুটা হলেও তটস্থ সকলে। তাই হঠাৎ করেই যখন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে উঠে এল তখন রীতিমতো হইচই পড়ে যায় নেট দুনিয়ায়।

এই মুহূর্তে ধর্মেন্দ্র ৯০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। কিছুদিনের মধ্যেই তিনি পদার্পণ করবেন ৯০ বছর বয়সে। অমিতাভ বচ্চনের থেকেও বয়স্ক তিনি। খুব স্বাভাবিকভাবেই এই বয়সে শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে।

৩১ অক্টোবর ধর্মেন্দ্র যখন মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন, তখন যেন সিঁদুরে মেঘ দেখে ভয় পেয়েছিলেন সকলেই। যদিও পরে জানা গিয়েছে চিন্তা করার কোনও কারণ নেই। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

অভিনেতার পরিবারের ঘনিষ্ঠরা ইন্ডিয়া টুডেকে এই খবরটি নিশ্চিত করেছেন। বয়সজনিত কারণে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে তাই শুধুমাত্র রুটিন চেকআপ করার জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতাকে।পরিবার সূত্রে আরও জানানো হয়েছে, অভিনেতা সম্পূর্ণ সুস্থ রয়েছেন তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তিনি একেবারে নিজের মেজাজেই রয়েছেন। তাই চিন্তা করার কিছু নেই।

প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ‘ইক্কিস’। এই সিনেমায় একজন তরুণ সেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

এই সিনেমায় একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র। বহুদিনের বন্ধু অমিতাভের নাতির সঙ্গে ধর্মেন্দ্রর এই কাজ নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *