আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর সহযোগিতায় গ্রেফতার হল মূল অভিযুক্ত তিলজলার বাসিন্দা মহম্মদ আফতাব। অভিযোগ, কলকাতা থেকেই তিনি ও তাঁর সহযোগীরা মার্কিন নাগরিকদের কোটি কোটি টাকার প্রতারণা চালাতেন। বৃহস্পতিবার সকালে যৌথ অভিযানে তাঁকে পাকড়াও করে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, আফতাব ও তাঁর দল ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস’-এর নামে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ করত। প্রথমে তাঁরা সফটওয়্যার সমস্যা মেটানো বা সিস্টেম আপডেটের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কম্পিউটার ও মোবাইল ফোনে রিমোট অ্যাকসেস নিতেন। তারপর সেই সুযোগে ভুয়ো সফটওয়্যার ইনস্টল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন। বহু মার্কিন নাগরিক এর শিকার হন। অভিযোগ পৌঁছে যায় এফবিআই-এর দফতরে। প্রথমে মার্কিন তদন্তকারীরা দেশীয় সূত্র ধরে প্রতারণার ছাপ পায় কলকাতায়। এরপরই এফবিআই যোগাযোগ করে লালবাজারের সঙ্গে। দুই দেশের সংস্থার যৌথ প্রযুক্তিগত সহায়তায় আফতাবের অবস্থান শনাক্ত করা হয়। কলকাতা পুলিশের সাইবার সেল ও ডিটেকটিভ ডিপার্টমেন্টের ড্রাইভার সেল একসঙ্গে অভিযান চালিয়ে তিলজলার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র এবং মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্যভিত্তিক ডেটা। প্রাথমিক তদন্তে প্রকাশ, দীর্ঘদিন ধরে আফতাব কলকাতা থেকে আন্তর্জাতিক পরিসরে এই সাইবার জাল চালাচ্ছিলেন।ধৃতকে এদিন আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে কলকাতা পুলিশের হেফাজতে পাঠিয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, এফবিআই-এর সঙ্গে সমন্বয় রেখে তদন্ত হচ্ছে। আফতাবের সঙ্গে আর কে কে যুক্ত, তা জানার চেষ্টা চলছে। লালবাজার সূত্রে খবর, এই প্রতারণা চক্রের পরিধি একাধিক দেশে বিস্তৃত হতে পারে। তাই তদন্তকারীরা এখন আফতাবকে জেরা করে গোটা নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টা করছেন। কোন কোন দেশে এই চক্রের ছায়া রয়েছে, কারা কলকাতা থেকে তা পরিচালনা করছে, সেসব দিকও খতিয়ে দেখা হচ্ছে।
