শ্রাবন্তীর সঙ্গে প্রেম-গুঞ্জন! খবর বিয়ে করছেন ‘দেবী চৌধুরাণী’র পরিচালক শুভ্রজিৎ

Spread the love

শীত পড়া মানেই বিয়ের সানাই! নায়ক-নায়িকাদের বিয়ের আভাস তো আগেই পাওয়া যায়, তাঁদের প্রেম-চর্চাও থাকে তুঙ্গে। এরই মাঝে পরিচালকরা কখনো কখনো চুপিসারে বাজি মাত করেন। আপাতত যেমন খবর মিলছে যে, ‘দেবী চৌধুরাণী’র পরিচালক শুভ্রজিৎ মিত্র নাকি যাচ্ছেন ছাদনাতলায়। শুধু তাই নয়, তার জন্য নিজের বাসাও বদলাচ্ছেন। একই বহুতল আবাসনে নিচ্ছেন আরও বড় ফ্ল্যাট। পরিচালকমশাই নিজে দাঁড়িয়ে থেকে দেখভাল করছেন অন্দরসজ্জার কাজ।

তা কে শুভ্রজিতের পাত্রী? কদিন আগেই এই পরিচালকের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন যেমন জানা যাচ্ছে যে, এক রাজপরিবারের কন্যাকেই নাকি মনে ধরেছে শুভ্রজিতের। এমনকী, সেই সুন্দরী হাজির হয়েছিলেন তাঁর সিনেমার বিশেষ প্রদর্শনীতে। তবে তিনি অভিনয় দুনিয়ার মানুষ নন। খবর পেশায় আইনজীবী। আর সেই মেয়ের পরিবারের সঙ্গে রয়েছে রাজনৈতিক যোগও।

বছরখানেক আগে যখন শ্রাবন্তীর সঙ্গে প্রেমচর্চার খবর রটে, তখন বিরক্ত পরিচালক জানিয়েছিলেন, ‘আমি হ্যাপিলি সিঙ্গল। আর এসবই উর্বর মস্তিষ্কের ফল… শ্রাবন্তী আমার বন্ধু, সহকর্মী। পরিচালক হিসাবেই বিভিন্ন বিষয় আমি ওঁর সঙ্গে আলোচনা করি, এখানে অন্য কোনও বিষয় আসে না।’ এমনকী ভেবেও হতবাক হয়েছিলেন তাঁর মতো ‘কাটখোট্টা’ লোকের সঙ্গে কে জুড়ল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম!

চোরাবালি, অভিযাত্রিকের মতো সিনেমা বানিয়েছেন শুভ্রজিৎ। তাঁর শেষ কাজ ‘দেবী চৌধুরাণী’ বিশেষ প্রশংসা পায়। পুজোয় মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসাও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *