হরমনদের ফাইনালের দিনে অজিভূমে মার্শদের বিরুদ্ধে ঝোড়ো জয় সূর্যদের

Spread the love

একদিকে নভি মুুম্বইতে রুদ্ধশ্বাস আইসিসি ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ। যেখানে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলারা নেমেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই দিনেই, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিভূম থেকে ঝোড়ো জয় উপহার দিলেন সূর্য-বাহিনী।

ম্যাচের আগে টসে জেতেন ভারত অধিনায়ক সূর্যকুমার। বহু ম্যাচ পার করে ভারতীয় ক্যাপ্টেন টসে জিতেই স্বস্তির ‘এক্সপ্রেশন’ তুলে ধরেন। এদিকে, ভারত বোলিং বেছে নেয়। ২২ গজে ব্যাট হাতে নামেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরুতেই অর্শদীপের আগুনে বোলিং-র শিকার হন হেড। সংগ্রহে ৬ রান। বেশিক্ষণ টেকেনি জশ ইংলিশের ইনিংসও। সংগ্রহে ১ রান। মিচেল মার্শের সংগ্রহে ১১ রান। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী। বরুণের শিকার হন মিচেল ওয়েন, সংগ্রহে ‘ডাক’ (০ রান)। ৪ নম্বরে নেমে টিম ডেভিড অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন। ৩৮ বলে ঝকঝকে ৭৪ রানে ইনিংস সাজান ডেভিড। ৮ টি চার, ৫ূ টি ছক্কায় নাজেহার করে ছাড়েন ভারতীয় বোলারদের! ৩৯ বলে ৬৪ রান করেন স্টেইনস। শেষ পর্যন্ত অজিদের হয়ে ২২ গজে টিকে ছিলেন ম্যাথু শর্ট। তাঁর সংগ্রহে ১৫ বলে ৬৪ রান। সঙ্গে ছিলেন জেভিয়ার ব্রাটলেট। স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৮৬ রান।

তাসমানিয়ার হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুিদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ব্যাট করতে নেমে প্রথমেই ঝোড়ো মেজাজে শুরু করেন ওপেনার অভিষেক। ইনিংসের শুরুতেই ভারতকে ধাক্কা দেন জোশ ইংলিশ। তাঁর শিকার হন অভিষেক। ১৬ বলে ২৫ রান করে আউট হন অভিষেক। এরপরই এই সিরিজে ব্যর্থতার রেশ সঙ্গে নিয়ে প্যাভিলিয়ানে ফেরেন শুভমনও। ভারতের সহ অধিনায়কের সংগ্রহে আসে ১৫ রান। এরপর ১১ বলে ২৪ করে আউট হন ক্যাপ্টেন সূর্যও। ভারতের স্কোর তখন ৬ ওভারে ২ উইকেটে ৬৪ রান। ইনিংসের হাল ধরেন তিলক। অন্যপ্রান্তে তখন অক্ষর প্যাটেল। এরপর ২৬ বলে ২৯ রান করে ব্যাটলেটের বলে জেভিয়ারের হাতে ক্যাচ যায় তিলকের। অক্ষর আউট হন ১২ বলে ১৭ করে। খেলার রাশ আসে ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মার ওপর। শেষ পর্যন্ত জয় এনে দেয় এই জুটিই। ম্যাচের শেষে ওয়াশিংটন ৪৯ রানে রইলেন নটআউট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *