প্রতি বছরের মতো এই বছরও রেড রোডে মহাসমারহের সঙ্গে উদযাপিত হল দুর্গাপুজোর কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতে পালিত হল এই উৎসব। আর এই অনুষ্ঠানে প্রতিবছরের মতো এই বছরেও বসেছিল চাঁদের হাট। জানেন কে কে উপস্থিত ছিল?
অনুষ্ঠানের সূচনা হয় নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। তাঁর নাচের মাধ্যমেই অনুষ্ঠান শুরু হয় তারপর কলকাতার জনপ্রিয় মোট ১০০টি ক্লাব পর পর প্রতিমা নিয়ে এই কার্নিভালে যোগদান করে। এরপর নানা ক্লাবের সঙ্গে টলিপাড়ার বিভিন্ন উজ্জ্বল মুখেদের দেখা মেলে। অনেকেই অবশ্য শুরু থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে মূল মঞ্চে উপস্থিত ছিলেন।
এদিনের সন্ধ্যায় অঙ্কুশ হাজরার দেখা মেলে, তাঁর সঙ্গেই দেখা যায় তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাংলার ইন্ড্রাস্টি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাছাড়াও দেখা মেলে যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টপাধ্যায়, জুন মালিয়া, সোহম চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের।
এছাড়াও মঞ্চে ছোটপর্দার এক ঝাঁক তারকার দেখা মেলে। তিয়াশা লেপচা, তৃণা সাহা, রাহুল মজুমদার, সোমা বন্দোপাধ্যায়, শুভদ্রা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, ভিভান ঘোষ, প্রিয়া পাল, শ্রীতম ভট্টাচার্য, লাভলী মৈত্র, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী-সহ আরও অনেকে।

তাছাড়াও দেখা যায় ‘মিঠাই রানি’ সৌমিতৃষা কুন্ডুকে। তবে তিনি এখনও আর ছোট পর্দায় সীমাবদ্ধ নেই। ইতিমধ্যেই সেরে ফেলেছেন বড় পর্দায় ডেবিউ। তিনি দেবের নায়িকা হয়ে প্রথম বড় পর্দায় ধরা দিয়েছিলেন। তাঁর সিরিজও বেশ হিট। এছাড়াও দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। তিনি কিছু দিন আগেই তাঁর মেগার কাজ শেষ করেছেন। এখন তিনি বড় পর্দায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবির নায়ক। চলতি বছরের ক্রিসমাসেই তাঁর প্রথম ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে গানের তালে তালে অভিনেতাদের সকলকে পা মেলাতে দেখা যায়। শুরু কী তাই? মুখ্যমন্ত্রীর গানে নাচও করেন শ্রাবন্তী। তাছাড়াও অপরাজিতা ও সুদীপ্তাকেও পারফর্ম করতে দেখা যায়। সব মিলিয়ে এদিনের সন্ধ্যা ছিল জমজমাট। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ শেষ হয়েছে এই অনুষ্ঠান।