গাজায় ত্রাণবাহী ট্রাক লুট করার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান হামাসের

Spread the love

গাজা উপত্যকায় ত্রাণ ট্রাক লুট করার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এর আগে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) হামাসের বিরুদ্ধে ত্রাণ লুট করার অভিযোগ করেছিল।

এ বিষয়ে সেন্টকমের প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা যায়, উপত্যকায় একটি ত্রাণ ট্রাক লুট করা হচ্ছে। 

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ড্রোনের ফুটেজে সন্দেহভাজন হামাস কর্মীদেরকে ত্রাণের ট্রাক লুট করতে দেখা যাচ্ছে। ট্রাকটি ৩১ অক্টোবর উত্তর খান ইউনিসে একটি মানবিক কনভয়ের অংশ হিসেবে ত্রাণ বহন করছিল।


রোববার, হামাস মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে। একইসঙ্গে গাজার বেসামরিক নাগরিকদের উপর আরোপিত অবরোধ এবং অনাহার বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকে ঢেকে রাখার পাশাপাশি ইতিমধ্যেই সীমিত মানবিক সহায়তা আরও কমানোকে ন্যায্যতা দেয়ার প্রচেষ্টা বলেও উল্লেখ করে।

হামাস আরও দাবি করেছে, ইসরাইলি দখলদার বাহিনী প্রত্যাহারের পরপরই বিশৃঙ্খলা ও লুটপাট বন্ধ হয়ে গেছে। যা প্রমাণ করে যে দখলদাররাই একমাত্র পক্ষ যারা এই দলগুলোকে পৃষ্ঠপোষকতা করেছিল এবং বিশৃঙ্খলা করেছিল।


এদিকে, হামাস জানায়, মানবিক ত্রাণ কনভয়কে সুরক্ষা দেয়া এবং সাহায্য যাতে ঠিকমতো পৌঁছায় তা নিশ্চিত করার চেষ্টা করার সময় ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্রাণ হারিয়েছেন এবং শত শত আহত হয়েছেন।


আরও নিশ্চিত করা হয় যে, আন্তর্জাতিক বা স্থানীয় কোনো প্রতিষ্ঠান, অথবা ত্রাণ কনভয়গুলোর সাথে কাজ করা কোনো চালক, হামাসের লুটপাটের বিষয়ে কোনো প্রতিবেদন বা অভিযোগ দায়ের করেনি।

এটি স্পষ্টভাবে প্রমাণ করে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড অবরোধ নীতি এবং মানবিক সহায়তা হ্রাসকে ন্যায্যতা দেয়ার জন্য বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করে হামাস।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *