বিহারের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর বিহারে ভোটগ্রহণ হবে। তার আগে ১ নভেম্বর থেকে দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম কার্যকর হল। তবে ভোট বলেই আজ থেকে গ্যাসের দাম পরিবর্তন হল না। সাধারণত প্রতি মাসের পয়লা দিন থেকেই দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এবারও সেই ধারা অব্যাহত থাকল।
তবে ১ নভেম্বর থেকে শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। বাড়িতে রান্নার কাজে যে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, তার দাম অপরিবর্তিত আছে। শেষবার ওই গ্যাস সিলিন্ডারের দাম পালটেছিল ২০২৫ সালের ৮ এপ্রিল। তখন থেকেই একই দাম রয়ে গিয়েছে। কোনও পরিবর্তন করা হয়নি।
কত টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের?
তারইমধ্যে কোনও মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে, কোনও মাসে আবার বেড়েছে। নভেম্বরের শুরুতে যেমন কমে গিয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। অঙ্কটা অবশ্য বেশি নয়। কলকাতা-সহ দেশের মেট্রো শহরগুলিতে গ্যাসের দাম কমেছে ৪.৫ টাকা থেকে ছয় টাকার মধ্যে।
নয়া তালিকা অনুযায়ী, ১ নভেম্বর থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে ৬.৫ টাকা। দিল্লিতে পাঁচ টাকা কমে গিয়েছে প্রতিটি সিলিন্ডারের দাম। মুম্বইয়ে আবার পাঁচ টাকা এবং চেন্নাইয়ে ৪.৫ টাকা দাম কমেছে। যে গ্যাস সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁয় রান্না বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

নভেম্বরে ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম
১) কলকাতা: ৮৭৯ টাকা।
২) দিল্লি: ৮৫৩ টাকা।
৩) মুম্বই: ৮৫২.৫ টাকা।
৪) চেন্নাই: ৮৬৮.৫ টাকা।
উল্লেখ্য, এটা ভর্তুকিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দেওয়া হল। যে উপভোক্তারা সরকারের থেকে ভর্তুকি পান (উজ্জ্বলা যোজনার আওতায়), তাঁরা আরও সস্তায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে পারেন।
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
পয়লা নভেম্বর থেকে দেশের চারটি মেট্রো শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে কত টাকা খরচ হবে, সেই তালিকা দেখে নিন –
১) কলকাতা: ১,৬৯৪ টাকা।
২) দিল্লি: ১,৫৯০.৫ টাকা।
৩) মুম্বই: ১,৫৪২ টাকা।
৪) চেন্নাই: ১,৭৫০ টাকা।