UK Train Mass Stabbing। লন্ডনগামী ট্রেনে ছুরিকাঘাত যাত্রীদের! ৯ জনের আঘাত প্রাণঘাতী

Spread the love

শনিবার গভীর রাতে লন্ডনগামী একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনায় কমপক্ষে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এদিকে এই হামলায় জখম হওয়া ১০ জনের মধ্যে ৯ জনের আঘাত প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ব্রিটেনের কেমব্রিজশায়ারের হান্টিংডনে।

রিপোর্ট অনুযায়ী, শনিবার সন্ধ্যায় কেমব্রিজশায়ারের হান্টিংডনের দিকে যাওয়ার সময় একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছিল। এই হান্টিংডন কেমব্রিজ শহর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত। রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ তাৎক্ষণিকভাবে এই ঘটনার খবর পেয়ে সাড়া দেয় এবং হান্টিংডন স্টেশনে পৌঁছায়। এদিকে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেরে কেমব্রিজশায়ার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, যে ট্রেনে এই হামলাটি হয়, সেটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসে যাচ্ছিল। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, দশজন জখম ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে নয়জনের আঘাত প্রাণঘাতী হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলাকে একটি ‘বড় ঘটনা’ ঘোষণা করা হয়েছে এবং সন্ত্রাস দমন পুলিশ এর তদন্তে সহায়তা করছে।

এদিকে চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, ‘ঠিক কী ঘটেছে, তা নির্ধারণের জন্য জরুরি তদন্ত চালাচ্ছি আমরা। প্রাথমিক পর্যায়ে ঘটনার কারণ সম্পর্কে অনুমান করা সমীচীন হবে না। স্টেশনটি কর্ডন করা হয়েছে এবং বর্তমানে এই অঞ্চলের মধ্য দিয়ে ট্রেন চলছে না। কিছু রাস্তাও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ধৈর্য এবং সহযোগিতার জন্য আমি জনগণকে ধন্যবাদ জানাই।’

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার এই ঘটনাকে ‘ভয়াবহ’ ও ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, ‘জখম হওয়া ব্যক্তিদের প্রতি আমার সহানুভূতি আছে। এরই সঙ্গে জরুরি পরিষেবাগুলিকে আমি ধন্যবাদ জানাই।’ এদিকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হওয়া দু’জনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং যারা আহত হয়েছেন তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। ডিন ম্যাকফারলেন নামে এক প্রত্যক্ষদর্শী অবশ্য বলেন, ট্রেনটি হান্টিংডনে আসার পর তিনি বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় প্লাটফর্ম দিয়ে দৌড়াতে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *