গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরাইলি ২০ জন জিম্মিকেই মুক্তি দিয়েছে হামাস। এর বদলে ইসরাইলের কারাগারে থাকা প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ছেড়েছে ইসরাইল।
সোমবার (১৩ অক্টোবর) প্রতিবেদনে বিবিসি জানায়, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো এখন ইসরাইলি ওফের কারাগার থেকে বেরিয়ে আসছে বলে ধারণা করছেন তারা।
এ উপলক্ষে রামাল্লায় উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন শত শত ফিলিস্তিনি। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বন্দি স্বজনদের স্বাগত জানাতে সেখানে অপেক্ষা করছেন তারা।প্রতিবেদনে বলা হয়, এমন কিছু বাসের ফুটেজ তাদের চোখে পড়েছে, যেখানে ধারণা করা হচ্ছে যে, ওফের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহন করা হচ্ছে। যাদের হামাসের সাথে জিম্মি চুক্তির অংশ হিসেবে ইসরাইল মুক্তি দিচ্ছে।
চুক্তি অনুযায়ী ইসরাইলি জিম্মিদের বিনিময়ে, গাজার প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং ১,৭০০ জনেরও বেশি আটককৃতকে মুক্তি দেয়ার কথা ইসরাইলের।
এ উপলক্ষে রামাল্লায় ফিলিস্তিনিদের বিশাল নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে বলে জানানো হয়।

২০২৩ সালে ৭ অক্টোবরে দক্ষিণ ইসরাইলে হামাস হামলা চালায় এবং হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন। এরপর ইসরাইলি জিম্মিদের গাজায় নিয়ে আসে হামাস।